Hom Sliderঅর্থনীতি-বাণিজ্যচট্টগ্রামবাংলাদেশ

বাজার তদারকিতে জেলায় জেলায় টাস্কফোর্স গঠনের নির্দেশ সরকারের


মো. ইমরান আহমদ

অস্থিতিশীল নিত্য পণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বাজার দর যৌক্তিক পর্যায়ে এনে ক্রেতা গ্রাহদের জন জিবনে স্বস্থি ফিরিয়ে আনতে বাজার তদারকিতে সরকার জেলায় জেলায় টাস্ক ফোর্স গঠন করে অভিযান পরিচালনা সিদ্ধান্ত নিয়েছে। যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

যদিও বিশ্লেষকরা বলছেন বাজারে পণ্য সরবরাহ ঠিক রাখা ও দাম যৌক্তিক পর্যায়ে রাখার কার্যকর মেকানিজম বা কৌশল না থাকার সুযোগ নিয়ে দাম বাড়াচ্ছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এ সমস্যার ‘স্থায়ী বা দীর্ঘমেয়াদী’ সমাধান টাস্কফোর্স দিয়ে সম্ভব হবে বলে মনে করেন না তারা।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের দায়িত্বে থাকা যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলাম বলছেন, “সরকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং এটাই এখন বড় সমস্যা। এর সমাধানে আরও পরিকল্পিতভাবে কাজ করতেই আমরা টাস্কফোর্সের প্রজ্ঞাপন জারি করেছি এবং তখন থেকেই এটা কার্যকর। এখন তারা (টাস্কফোর্স) নিজেরা বসে বাজার তদারকি করবেন।”

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুঁইয়া বলছেন বাজার পরিস্থিতি দেখে তাদের কাছে মনে হয়েছে যে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা।
“বর্ষা-বন্যার কারণে দাম হয়ত কিছুটা বাড়ত। কিন্তু যেভাবে বাড়ানো হয়েছে সেটা কারসাজি। আশা করছি টাস্কফোর্সের মনিটরিং শুরু হলে এর সুফল পাওয়া যাবে বলেন মি.হুমায়ুন কবীর ভুঁইয়া।

অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন বাজারের সংকট অনেক গভীর এবং ছোটখাটো যেসব উদ্যোগ নেয়া হয়েছে তাতে আপাতত কিছুটা লাভ হলেও দীর্ঘমেয়াদে লাভ হবে না। “টাস্কফোর্স যদি জেলা পর্যায়ে কার কাছে কোন পণ্য কতটা মজুত আছে সেই তথ্য নিতে পারে। এটা করে মজুত রেখে মুনাফার চেষ্টা কিছুটা কমতে পারে।


Related posts

চন্দনাইশে নতুন ইউএইচএন্ডএফপিও ডা. আবদুল্লাহ্ আল ইফরান

Chatgarsangbad.net

হালদায় অভিযানে কারেন্ট জাল জব্দ, দু’জনকে জরিমানা

Saddam Hossain

চবি ৩৯ ব্যাচের সভাপতি রাশেদ, সম্পাদক রাজেশ

Chatgarsangbad.net

Leave a Comment