গাছবাড়ীয়া ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সাগর, সম্পাদক পারভেজ


চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন – ২০২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে হুমায়ুন রশীদ পারভেজ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ হোসেন ৫৩ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আজিজুল ইসলাম সাগর, সহ-সভাপতি পদে মোঃ মাহাফুজুল করিম চৌধুরী মামুন, সহ সাধারণ সম্পাদক পদে মোঃ ইমতিয়াজ উদ্দিন মারুফ, অর্থ সম্পাদক পদে মোঃ শরিফুল আলম সাদ্দাম, সহ অর্থ সম্পাদক পদে মোহাম্মদ সালমান সিকদার, সাংগঠনিক সম্পাদক পদে মানস ধর পেলে, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ইউছুফ, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন ও প্রচার সম্পাদক পদে মোহাম্মদ আরিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯ পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৬৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্নে সকলের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনে প্রিজাইডিং অফিসার মোঃ বজল ইসমাইল।

নির্বাচন পরিদর্শন করেন ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্সের মালিক আবদুল আজিম, ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্সে ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল মজিদ, সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলম, দ্বি-বার্ষিক নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার মোঃ দানেশ ও সহকারী নির্বাচন কমিশনার হাজী আবু তালেব উপস্থিত ছিলেন। মোহাম্মদ আজিজুল ইসলাম সাগর


Related posts

চন্দনাইশে অবৈধ ওয়াটারপ্রুফিং পণ্য উৎপাদন: ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

Mohammad Mustafa Kamal Nejami

আজ মাস্টার এ.কে.এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

Chatgarsangbad.net

জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠিত

Chatgarsangbad.net

Leave a Comment