আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত


 

 

নিজস্ব প্রতিবেদক:
চন্দনাইশে “গ্রাম আদালত সক্রিয়করণে করণীয় শীর্ষক এক পরামর্শ কর্মশালা” অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। মূখ্য আলোচক ছিলেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যনেজার সৈয়দ মোহন উদ্দীন।
উপজেলা সমন্বয়কারী মো. জানে আলম ও প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স অফিসার সুমন হোসেনের সঞ্চালনায় সম্প্রতি (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কর্মশালায় আলোচনায় অংশ নেন জনপ্রতিনিধি মো. হারুনুর রশীদ, মো. আনিসুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম আবদুল, আবদুল হাকিম, রেহেনা আক্তার, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, কমিউনিটি লিডার সাঈদ ইবনে খায়ের, এও পলাশ পাল, মো. নাজিম উদ্দীন, ইমাম হাসান, উজ্জ্বল দাশ প্রমুখ।
বাংলাদেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্প। চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়নে এ প্রকল্পের কাজ চলমান রয়েছে। গ্রাম আদালতকে শক্তিশালী করনের লক্ষ্যে ইতোপূর্বে গ্রাম আদালত আইন সংশোধন ও গ্রাম আদালতের ক্ষতিপূরণের এখতিয়ার বৃদ্ধি করা হয়েছে এবং গ্রাম আদালত পরিচালনায় প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে। তদুপরি গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির হার খুবই কম।
তাই গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, গ্রাম আদালতকে আরো কার্যকর ও সক্রিয়করণে করণীয় নির্ধারণ, বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও তা দূরীকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর