খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সৈকত নামের এক যুবক গুরুতর আহত


খুলনা সংবাদদাতা :

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সৈকত নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ ২৬ ডিসেম্বর মহানগরীর কাস্টম ঘাট এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে।আহত সৈকত ৩ নম্বর মুন্সিপাড়া আফসার চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল জোয়াদ্দারের ছেলে। স্থানীয়রা জানান,সৈকত ১ নং কাস্টমঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।

এসময় দুটি মোটরসাইকেলে ৪ জন দুর্বৃত্ত সৈকতকে লক্ষ করে কয়েকটি গুলি করে।একটি গুলি তার ডান পায়ের উরুতে বিদ্ধ হয়। এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ ক্লিনিকে নেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন,এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।


Related posts

জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র‌্যাব: প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সভা ডেকেছেন প্রধান বিচারপতি

Chatgarsangbad.net

চট্টগ্রামে খানিকটা কমতে পারে তাপমাত্রা

Chatgarsangbad.net

Leave a Comment