চাটগাঁর সংবাদ ডেস্ক: বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামে তাপমাত্রা খানিকটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৩০ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়, আজ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সংস্থাটির দেয়া তথ্যমতে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিলো ফেনীতে এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা ছিলো কুতুবদিয়ায়। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দ্বীপাঞ্চল সন্দ্বীপে। এদিন দ্বীপটিতে ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ভোর ৫ টা ২৫ মিনিট।
Leave a Reply