Hom Sliderবাংলাদেশ

খালেদা জিয়ার উপদেষ্টা রোজি কবির মারা গেছেন

খালেদা জিয়ার উপদেষ্টা রোজি

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য রোজি কবির মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বুধবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএনপি নেতা ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, অসংখ্য শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

রোজি কবির চট্টগ্রামের উত্তর হালিশহরের প্রখ্যাত জমিদার পরিবার আজগর আলী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বড় ভাই, সাবেক ডেপুটি স্পিকার ও পরিকল্পনামন্ত্রী ব্যারিস্টার সুলতান আহমেদের হাত ধরে তিনি রাজনীতিতে যোগ দেন।

তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাইল্যান্ড, চীন, ভারত, শ্রীলঙ্কা, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করেন। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদ, বিমস্টেক এবং সার্ক সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে রোজি কবির জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।খালেদা জিয়ার উপদেষ্টা রোজি কবিরের মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়ার পর জানাজার সময় নির্ধারণ করা হবে বলে জানান ইদ্রিস আলী।

আরো পড়ুন

অনলাইন ডেস্ক


Related posts

২৪ দফার ইশতেহার দিলো জাপা

Chatgarsangbad.net

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর

Chatgarsangbad.net

মিয়ানমারে চলমান পরিস্থিতি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে দিল্লির সাথে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

Chatgarsangbad.net

Leave a Comment