কাপ্তাই হ্রদ থেকে একজনের মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক: রাঙামাটি জেলা শহরে কাপ্তাই হ্রদ থেকে হারুন উর রশিদ (৫০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের রিজার্ভবাজার ১ নম্বর ওয়ার্ড চম্পানিরমার টিলা এলাকা থেকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মৃত হারুন উর রশিদ (৫০) রিজার্ভবাজার ১ নম্বর ওয়ার্ড চম্পানিরমার টিলা এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে রিজার্ভবাজার এলাকার চম্পানিরমার টিলা এলাকার বাসিন্দা হারুন উর রশিদ হ্রদের উপর নির্মিত তার নিজ বাড়ির বারান্দা থেকে হ্রদের পানিতে পড়ে ডুবে যায়। শনিবার সকালে লিডার আলী হোসেনের নেতৃত্বে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে ডুবুরি সজীব ও ফায়ার ফাইটার কাম-ডুবুরি নাজিম নিখোঁজ হারুনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের লিডার আলী হোসেন বলেন, আমরা সকালে ঘঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হারুন উর রশিদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।


Related posts

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা

Mohammad Mustafa Kamal Nejami

চট্টগ্রামে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ২৭ এপ্রিল পর্যন্ত

Chatgarsangbad.net

জিইসির হান্ডি রেস্টুরেন্টকে জরিমানা

Chatgarsangbad.net

Leave a Comment