কর্ণফুলী নদী থেকে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস


প্রভাস চক্রবর্ত্তী: কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ এপ্রিল) সকালে কর্ণফুলি নদীর কালুরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

এসময় তিনি বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর কর্তৃক কর্ণফুলী নদীতে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা মোতাবেক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২ টি বেহুন্দি জাল, ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ২ টি বৃহদকার চরঘেরা জাল জব্দ করা হয় এবং এগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, উপজেলা মৎস্য অফিসার নাঈম হাসান।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী হালদা প্রজনন মৌসুমে হালদাকে যেকোনো উপায়ে রক্ষা করতে হবে। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় চরঘেরা জাল, বেহুন্দী জাল ও কারেন্ট জালসহ যেসব নিষিদ্ধ জাল আছে সেগুলো ধ্বংসে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


Related posts

দেবাশীষ পাল দেবুর বিক্ষোভ মিছিল

Chatgarsangbad.net

আনোয়ারা মেরনসান কিন্ডারগার্টেনে ক্লাসপার্টি অনুষ্ঠান

Mohammad Mustafa Kamal Nejami

চট্টগ্রামে আকাশ মেঘলা, শিলাবৃষ্টির আশঙ্কা

Chatgarsangbad.net

Leave a Comment