অনলাইন ডেস্কঃ চট্টগ্রামসহ দেশের তিনটি বিভাগের কোনো কোনো স্থানে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১ এপ্রিল) আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মােইজদীকোর্ট ও ফেনীতে বৃষ্টি হয়েছে। এসময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিলো বান্দরবানে।
আরও পড়ুন রমজান মাসে কয়েকটি তাপদাহের আশঙ্কা, জেনে নিন কেমন থাকবে আবহাওয়া
আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। এসময় অঞ্চলটিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করেছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে রাজাশাহীতে।
Leave a Reply