চট্টগ্রামমতামত

কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত


সাদ্দাম হোসেন।
কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের ১ ও ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রসমাজ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত ও সমাজ থেকে মদ ও জুয়া প্রতিহত করতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাত ৮ টার দিকে উত্তর চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এলাকার সকল শ্রেণির লোকেদের উপস্থিতিতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে মোহাম্মদ তৌহিদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আবদুল গফুর মেম্বার। সভায় বক্তারা বলেন, বর্তমানে মাদকের ভয়াবহতা চরম আকার ধারণ করেছে। শিশু-কিশোর ও যুবকদের মাদকের কুফল থেকে বাঁচাতে সবাইকে একত্রিত হতে হবে। এই অগ্রযাত্রায় যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগিয়ে মাদকমুক্ত যুবসমাজ গড়তে হবে। নিজেরা মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশ এবং সমাজে ভালো মানুষ জন্ম নিবে।
বক্তারা আরো বলেন, আগেকার সময়ে পরিবারে মা-বাবার সাথে সন্তানদের প্রতিদিন বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হতো। কিন্ত বর্তমানে সেই বন্ধন আর নেই বললে চলে। মা-বাবার সংস্পর্শে না থাকাতেই আজকে ছাত্র সমাজ ও যুবসমাজের এ অবস্থা। কুরআনের আল্লাহ তায়ালা ইরশাদ করেছন- তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা ভালোর দিকে ডাকবে। সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজে বাঁধা দিবে। তাঁরাই সফলকাম হবে।
এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুরুল আক্কাস, সাংবাদিক নুরুল আমীন মিন্টু, মনির আহমদ সওদাগর, এডভোকেট শাহজাহান, আয়ুব আলী মেম্বার, মোঃ ইব্রাহিম, ইঞ্জিনিয়ার সাদ্দাম সহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের সর্বোসম্মতিক্রমে মাওলানা আব্দুল হালিমকে আহ্বায়ক ও মোহাম্মদ তৌহিদুল আলমকে সদস্য সচিব করে ৮ জন বিশিষ্ট এডহক কমিটি ঘোষণা করা হয়।


Related posts

চন্দনাইশে পঞ্চম পর্যায়ে মুজিববর্ষের ঘর বিতরণ

Chatgarsangbad.net

চন্দনাইশে রেলওয়ে মাঠ ইজারার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Saddam Hossain

মাসব্যাপি কোরআন বিতরণ কর্মসূচি উদ্বোধন করলো এপেক্স ক্লাব অব পটিয়া

Chatgarsangbad.net

Leave a Comment