
নিউজ ডেস্ক: পাঁচলাইশ থানাধীন পার্কভিউ হাসপাতাল থেকে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে অপহরণ করে রাউজান গহিরা এলাকার পরিত্যক্ত বিল্ডিংয়ে আটকে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার রাত ৮টার এই ঘটনায় ভুক্তভোগী ফয়সাল মাহমুদের (৩০) বাবা বাদী হয়ে আজ সোমবার থানায় মামলা করেন।
মামলা রুজুর পর এসআই মোহাম্মদ এনামূল হক তথ্য প্রযুক্তির সহায়তায় ও গুপ্তচরের তথ্যের ভিত্তিতে আজ বিকেল সাড়ে চারটার সময় পাঁচলাইশ মডেল থানাধীন কাতালগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আশরাফুল আমিন (২৯), মো. তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্তকে (২০) গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, ফয়সাল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ছিলেন বলে জানা গেছে।
