চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রামবাছাইকৃত খবর

ওষখাইন দরবার শরীফে বিনামূল্যে চিকিৎসা ও সেবামূলক ক্যাম্প


আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী ওষখাইন আলীনগর দরবার শরীফে পীরে ত্বরিকত হযরত আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দীন শাহ্ (মাঃজিঃআঃ) এর মহান খোশরোজ শরীফ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত এই দিনব্যাপী অনুষ্ঠানধারার মধ্যে ছিল খতমে কোরআন, ফ্রি সুন্নাতে খৎনা, ব্লাড গ্রুপ নির্ণয়, জিকিরে ছেমা, মিলাদ, কিয়াম, মুনাজাত এবং তাবারুক বিতরণ।

আয়োজনটি পরিচালনা করেন আশেক্বানে তাজেদারে মদীনা (দঃ), দরবারে শাহ্ আলী রজা (রঃ) কমিটি এবং মালেক মঞ্জিল প্রবাসী পরিষদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা শাহরিয়ার কামাল সাদিব রজা।

চিকিৎসা সেবা কার্যক্রমে সহযোগিতা করেছে চন্দনাইশ আল শাকরা ডায়াগনস্টিক সেন্টার। ডাঃ এমদাদুল হাসানের নেতৃত্বে পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনা করেছে সুন্নাতে খৎনা ক্যাম্প। ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, আনোয়ারা শাখা।

ক্যাম্পে অংশ নেওয়া স্কুলছাত্রী এলিজা মারওয়া জানান, “আজ প্রথমবার নিজের ব্লাড গ্রুপ জানতে পেরেছি। এটি আমার জন্য এক বিশেষ অভিজ্ঞতা। জানার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি, ভবিষ্যতে জরুরি সময়েও কিভাবে সাহায্য করতে পারি। মানুষের উপকারে কিছু করতে পারার আনন্দ সত্যিই অমুল্য।”

অনুষ্ঠান শেষে দরবারের পক্ষ থেকে সহযোগী প্রতিষ্ঠান ও চিকিৎসা দলের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা মোহাম্মদ কাজিম উদ্দীন, আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারের এমডি মোহাম্মদ রুবেল, শাহজাদা মোহাম্মদ আদিব রজা, শাহজাদা মোহাম্মদ আবু রোবায়েত এবং শাহজাদা মোহাম্মদ আদিয়াত নাঈর।

স্থানীয়রা জানান, দরবারের এ ধরনের মানবিক ও সেবামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং সাধারণ মানুষের উপকারে আসে। শাহজাদা শাহরিয়ার কামাল সাদিব রজা বলেন, “খোশরোজ শরীফ শুধু ধর্মীয় আয়োজন নয়, মানুষের কল্যাণে একত্রিত হওয়ার সুযোগও। আল্লাহর রহমত ও মুরিদ–আশেকানদের সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।”


Related posts

চলতি বছরের ডিসেম্বরে পুনরায় দুটো পরীক্ষার ব্যবস্থা করা হবে: বার কাউন্সিল চেয়ারম্যান

Chatgarsangbad.net

চট্টগ্রামে সিআরবিতে গণঅবস্থানে বিএনপি নেতাকর্মীরা

Chatgarsangbad.net

সাতকানিয়ায় পুরানগড়ে পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া ব্রিজ পরিদর্শনে উপজেলা প্রকৌশলী

Md Maruf

Leave a Comment