আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওষখাইন দরবারে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত


আমজাদ হোসেন, আনোয়ারা: পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের চন্দনাইশে ওষখাইন দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় দরবারে আউলাদে পাকগণের জিয়ারতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। সকাল ৮টায় গাছবাড়িয়া কলেজ গেইট সংলগ্ন পেট্রোল পাম্প মাঠ থেকে বর্ণাঢ্য জুলুস বের হয়ে খানহাট, বদুর পাড়া, পাক্কা দোকান, রৌশন হাট প্রদক্ষিণ করে বাদামতল সৈয়দ আমির কুলাল (রহ.) শাহী জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।

জুলুসে রঙিন ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা হাতে নিয়ে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জুলুস শেষে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ওষখাইন দরবার শরীফের সাজ্জাদানশীন হাফেজ ক্বারী মৌলানা মোহাম্মদ নিজাম উদ্দীন ছিদ্দিকী।মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা মৌলানা মোহাম্মদ জিয়া উদ্দীন ছিদ্দিকী এবং সার্বিক নির্দেশনায় ছিলেন শাহাজাদা মোহাম্মদ জহুর উদ্দীন ছিদ্দিকী।

মাহফিলে আলোচক ছিলেন মুজাহিদে আহলে সুন্নাত আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, পীরে ত্বরিকত হযরত মৌলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী ও হযরত মৌলানা মুহাম্মদ জহুরুল আলম জিহাদি। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি ফয়েজ উল্লাহ আল কাদেরী।

দিনব্যাপী আয়োজনে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ জশনে জুলুস ও মাহফিল ধর্মীয় আবহ সৃষ্টি করার পাশাপাশি ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর