এপেক্স ক্লাব অব চিটাগাং এর সেলাই মেশিন বিতরণ


নিউজ ডেস্ক: ২৩ অগাস্ট (শনিবার) আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব চিটাগাং এর নিয়মিত সভা ও সেলাইমেশিন বিতরণ কার্যক্রম চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর ও অতীত জাতীয় সভাপতি মো. রিজওয়ান শাহিদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সভাপতি ড. এস. এম হাসান আলী। এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান ও অতীত জাতীয় সেবা পরিচালক এস. কে দত্ত অনুপ।

এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চিটাগাংয়ের সদ্য অতীত সভাপতি মুহিউদ্দীন চৌধুরী জিকু, এপেক্স ক্লাব অব চিটাগাং এর প্রেসিডেন্ট এপে. যিকরুল হাবিবিল ওয়াহিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আবু বকর তামিম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. অ্যাডভোকেট কামাল উদ্দিন খান , সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটর এপে. হাবিবুন্নবী আশিকুর রহমান (আশিক), ট্রেজারার এপে. মোহাম্মদ তৌফিকুল হাসান, এপেক্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সদ্য অতীত সভাপতি এপে. অ্যাডভোকেট আদনান বার আউলিয়া ক্লাবের প্রেসিডেন্ট রানা দাসসহ ক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত বা পিছিয়ে থাকা মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এপেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এ সময় দেশব্যাপি চলমান এপেক্স বাংলাদেশের ‘সেলাই মেশিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে অসহায় নারীর মাঝে সেলাই মেশিন তুলে দেয়া হয়।


Related posts

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চন্দনাইশে র‌্যালি ও আলোচনা সভা

Chatgarsangbad.net

সাতকানিয়া উপজেলায় দুর্গাপূজা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Shahidul Islam

আরও দৃষ্টিনন্দন হচ্ছে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদ

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment