আহসান উদ্দীন পারভেজ: নতুন নকশায় আরও দৃষ্টিনন্দনভাবে পুনর্নির্মিত হচ্ছে আন্দরকিল্লা শাহী মসজিদ চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। ৩৫৮ বছরের পুরোনো প্রত্নতাত্ত্বিক স্থাপনার এই মসজিদটির মূল অবয়ব অক্ষুণ্ন রেখে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আনুমানিক ব্যয় ধরা হবে প্রায় ৩০০ কোটি টাকা।
সরকারি ফান্ড থেকে নেওয়া হবে ১১ কোটি টাকা এবং বাকিটা আসবে চট্টগ্রামবাসীর অনুদান থেকে। পুনর্নির্মাণে সময় লাগবে প্রায় তিন বছর।
জানা গেছে, সংস্কারের পর প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। পৃথক স্থান থাকবে ৫০০ মহিলা মুসল্লির। আজ জুমার পর মুসল্লিদের সামনে মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পে কী কী থাকবে তা উপস্থাপন করা হবে। আগামী রবিবার (১২ অক্টোবর) পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মসজিদটির পুনর্নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে আর্কিটেক্টচার স্টুডিও এজিই অ্যান্ড ইডিজিই।
সরকার ও চট্টগ্রামবাসীর যৌথ প্রয়াসে আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি পুনর্নির্মাণ করা হবে জানিয়ে মসজিদের মুসল্লি পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান বলেন, সাড়ে তিনশত বছরের অধিক পুরাতন মসজিদটির আধুনিকায়ন সময়ের দাবি। ১২ অক্টোবর মসজিদটি পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
মুসল্লি পরিষদের যুগ্ম সম্পাদক জিয়া হাবীব আহসান বলেন, সরকার ও চট্টগ্রামবাসীর অর্থায়নে অনেকটা মসজিদে নববীর আদলে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আকর্ষণীয় মসজিদ হিসাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মসজিদটি ১৬৬৭ সালে মোগল সুবেদার বুজুর্গ উমিদ খাঁ নির্মাণ করেছিলেন। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মোগল স্থাপত্যরীতিতে সমতল থেকে প্রায় ৩০ ফুট ওপরে। মূল মসজিদের নকশা অনুযায়ী এটি ১৮ গজ দীর্ঘ, সাড়ে সাত গজ প্রশস্ত। মসজিদের প্রতিটি দেয়াল প্রায় আড়াই গজ পুরু। পশ্চিমের দেয়াল পোড়ামাটির, বাকি তিনটি দেয়াল পাথরের তৈরি। মাঝে একটি বড় গম্বুজ এবং দুটি ছোট গম্বুজ দ্বারা ছাদ ঢাকা।
Leave a Reply