এডিশনাল এসপি দেলওয়ার হোসনের ইন্তেকাল, যানাজা ও দাফন সম্পন্ন
সৈয়দ শিবলী ছাদেক কফিল:
সাবেক সাবেক এডিশনাল এসপি ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার, কেশুয়া দেলওয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক- গবেষক ও কবি, চন্দনাইশ বরমা ইউনিয়নের কেশুয়া গ্রাম নিবাসী আলহাজ্ব মো. দেলওয়ার হোসেন পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় মৃত্যুবরণ করেছেন করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বৎসর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও বহু আত্মীয় স্বজন রেখে যান। মঙ্গলবার বাদে আসর (বিকাল ৫টায়) নগরীর রহমান নগরে প্রথম যানাজা ও বাদে এশা (রাত ৯টায়) চন্দনাইশের কেশুয়া ছাবের মাস্টার জামে মসজিদে মরহুমের দ্বিতীয় যানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
মরহুমের কফিনে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন ও গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা, থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার, সেকেন্ড অফিসার এসআই রাকিব হোসেন, জেলা পুলিশের উপ-পরিদর্শক বাবুল মিয়া ও পুলিশের সংশ্লিষ্ট টিম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক তথ্য কমিশনার ও আইজিআর শহীদুল আলম ঝিনুক, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম খান, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রহীম, মরহুমের পুত্র ড. সালেহউদ্দীন সুমন ও ড. সুজাউদ্দীন সুজন প্রমুখ; বিএনপি, এলডিপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Leave a Reply