উজান‌টিয়া এ এস আলিম মাদ্রাসার “এডহক” কমিটির সভাপতি হলেন এডভোকেট মোকাররম হোছাইন


কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উজান‌টিয়‌া এ এস আলিম মাদ্রাসার গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এড‌ভো‌কেট মোকাররম হোছাইন গত ১৮ মে (র‌বিবার)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিষ্টার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়।

এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন প্রতিষ্টা‌নের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ, সাধারণ শিক্ষক সদস্য ‌সৈয়দ আহমদ জিহাদী, অভিভাবক সদস‌্য আলী নৌশদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।

এতে আরও বলা হয়, এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হলো। এডহক কমিটির সভাপতি এড‌ভো‌কেট ‌মোকাররম হোছাইন বলেন, উজান‌টিয়‌া এ এস আলিম মাদ্রাসাটি ১৯৭৫ সা‌লে প্রতিষ্ঠি‌ত হ‌য়েছে। আমি অত্র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। মাদ্রাসাটি নিয়ে আমারও অনেক স্বপ্ন।

তিনি আরও বলেন যেহেতু আমি সুযোগ পেয়েছি মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাবো। “শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার। সকলের সহযোগিতায় উজান‌টিয়‌া এ এস আলিম মাদ্রাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।


Related posts

হোয়াইক্যংয়ে মাদক বিরোধের জের: দু’পক্ষের গোলাগুলিতে নিহত এক

Chatgarsangbad.net

কর্ণফুলীতে ল্যাব সহকারী দিয়ে চলছে চোখের চিকিৎসা!

Chatgarsangbad.net

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী কক্সবাজার পৌর সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ আটক

Md Maruf

Leave a Comment