উখিয়ায় চোর সন্দেহে যুবক’কে পিটিয়ে হত্যা!


ভ্রাম্যমাণ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে চোরের অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আরাফাত (২৬) পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুঁটিবুনিয়া গ্রামের জালাল আহমদের পূত্র।শনিবার (২৮ ডিসেম্বর)দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন জানান, প্রাথমিক ভাবে যা জেনেছি চোর সন্দেহে নিহত যুবককে মারধর করে তাঁর প্রতিবেশী কয়েকজন, পরে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় সেনা ক্যাম্পে।সেনা ক্যাম্পের সামনে রেখে পালিয়ে যায় নির্যাতনকারীরা।সেখান থেকে সেনা সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান’ওসি আরিফ।

তবে নিহত আরাফাতকে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় একটি পক্ষ পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন তার বাবা হাজী জালাল। নিহত যু্বকের বড়ভাই রুবেল রাতেই জানান, স্থানীয় জাহেদ, হাফেজ আব্দুল্লার ছেলে সাহাবউদ্দিনসহ আরও বেশ কয়েকজন আরাফাত কে দুপুরের দিকে চুরির অভিযোগে ধরে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন। এ ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়।নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আরাফাতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।


Related posts

আনোয়ারা ও হাটহাজারীতে প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পাচ্ছে ২৪৪ পরিবার

Chatgarsangbad.net

চট্টগ্রামে চেক প্রতারণার মামলায় ব্যারিস্টার ওয়াসিউল হক চৌধুরীকে পাঁচ মাসের কারাদণ্ড

Chatgarsangbad.net

কর্ণফুলীতে ১৪শত ইয়াবা সহ আটক ১

Chatgarsangbad.net

Leave a Comment