ঈদগাঁওয়ের ইউএনও’র বিরুদ্ধে সিএনজি চালককে সারা দিন তালাবদ্ধ করে রাখার অভিযোগ


নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার বিরুদ্ধে এবার এক সিএনজি চালককে তালাবদ্ধ করে রাখার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী চালক মোস্তাক মিয়া কক্সবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। চালক মোস্তাক মিয়া রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ধলিরছড়া মোরাপাড়ার সাহাব মিয়ার ছেলে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়,গত ২৮ জানুয়ারী সকাল সাড়ে ১১ টার দিকে ঈদগাঁও বাস স্টেশনে চালক মোস্তাক মিয়া যাত্রী নামিয়ে দিতে তার সিএনজিটি সড়কের এক পাশে দাড় করছিলেন। এসময় হঠাৎ পেছনে ইউএনও র গাড়ি চলে আসে।আচমকা ইউএনও নিজে গাড়ি থেকে নেমে সিএনজি চালক মোস্তাক মিয়াকে থাপ্পড় মেরে গাড়ির চাবি কেড়ে নেন এবং তাকে পুলিশের গাড়িতে তুলে ইউএনও অফিসে নিয়ে যান। সেখানে তাকে একটি কক্ষে দিন ভর তালাবদ্ধ রাখেন। সারাদিন কোন খাবার গ্রহণের সুযোগ দেননি । রাত ১০ টার দিকে তাকে ছেড়ে দিলেও দুই দিন পর সিএনজি টি ছেড়ে দেন।

শ্রমিক নেতারা জানান,উক্ত ইউএনও যোগদান করার পর থেকে বিভিন্ন ভাবে মানুষকে হেনস্তা সহ মানসিক টর্চার করার অভিযোগ পাওয়া যাচ্ছে। কক্সবাজার আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট সাজ্জাদ সাংবাদিকদের জানান, এটা মুলত ক্ষমতার অপব্যবহার। এরকম ক্ষমতার অপব্যবহার আইনের কোথাও লেখা নেই। এটা শাস্তি যোগ্য অপরাধ। পানির ছড়া সিএনজি চালক সমিতির সভাপতি মিজানুর রহমান জানিয়েছেন এটা শ্রমিক নির্যাতন, এটার যথাযথ বিচার না হলে আমরা শীঘ্রই মাঠে নামবো।

উক্ত বিষয়ে জানতে ইউএনও’র সরকারি নাম্বারে কল দিলে তিনি, আপনি পরে কল করতে পারেন? বলে একটি ক্ষুদে বার্তা দেন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি, এ বিষয়ে তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, উক্ত ইউএনও বিমল চাকমা যোগদানের পর থেকে একের পর এক বিতর্কিত কাজ করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েই যাচ্ছেন ।


Related posts

মনোনয়ন জমা দিলেন এম এ মোতালেব সিআইপি

Chatgarsangbad.net

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উদযাপিত

Chatgarsangbad.net

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment