আজ ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় এনসিপি’র ৩৯ সদস্যের সমন্বয় কমিটি অনুমোদন


আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন উপজেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনসিপি কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে ৩৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদকে প্রধান সমন্বয়কারী করে গঠিত কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন— ডালিয়া বড়ুয়া, জাফরুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ নাঈম উদ্দীন, মোহাম্মদ হানিফ, ওসমান গণি, দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আসাদুল আলম ছালেক, মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান, সাকিবুল হাসান চৌধুরী, মোহাম্মদ আহসান, শাফি আউয়াল, আশরাফ উদ্দীন রবিন, মোহাম্মদ দিদারুল আলম ও কাজী জাবের ইসলাম।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন— মুন্নী বড়ুয়া, প্রিয়া বড়ুয়া, ফয়সাল আহমেদ হৃদয়, নাঈম উদ্দীন তুষার, বিজয় দেব নয়ন, মোহাম্মদ মহিউদ্দিন, শহীদুল মোস্তফা, মোহাম্মদ সরওয়ার আলম ফয়সাল, মাওলানা মিনহাজুল ইসলাম, মুরশিদুল আলম, ইয়াছিন ফরহাদ সাকিব, এহসানুল হক, মো. রাশেদুল আলম, মোহাম্মদ ইয়াছিন, মোরশেদুল আলম, মুহাম্মদুল হাসান, মো. মাসুদুল করিম, মোহাম্মদ জাকারিয়া, আব্দুল করিম রিমন, শাহেদুল ইসলাম শাহেদ, পলাশ চক্রবর্তী ও ফজলুল রাব্বি রিফাত।

নবগঠিত কমিটি আগামী তিন মাস অথবা উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম পরিচালনা করবে।

প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ বলেন,এনসিপি জুলাই অভ্যুত্থান-পরবর্তী দেশের ক্রান্তিকালে মানুষের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার একটি আন্দোলনধর্মী দল। আমাদের কেন্দ্রীয় নেতারা আনোয়ারায় রাজনৈতিক বৈষম্য দূর করে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এই কমিটি অনুমোদন দিয়েছেন। জনগণের অধিকার আদায় ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর