আগামী ১ নভেম্বর চিটাগাং চেম্বারের নির্বাচন


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রামের শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হবে।

সোমবার (১১ আগস্ট) চিটাগাং চেম্বারের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-১) কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড।

পরিচালক, স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এবং সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ), বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম যথাক্রমে চেয়ারম্যান ও সদস্য হিসেবে এই তফসিল ঘোষণা করেন।

নির্বাচনে অংশগ্রহণের জন্য আগামী ১৪-২০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। জমা দেওয়ার শেষ সময় ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা।

বিস্তারিত তফসিল চিটাগাং চেম্বারের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।


Related posts

ওষখাইন রজায়ী দরবার শরীফে শোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল ২ জুলাই

Mohammad Mustafa Kamal Nejami

মেয়র রেজাউলকে কটুক্তি করায় চট্টগ্রামে মানববন্ধন-প্রতিবাদ

Chatgarsangbad.net

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment