৪ দশকের শিক্ষকতা শেষে আনোয়ারায় এক শিক্ষকের আবেগঘন বিদায়


আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক হাফেজ মাওলানা কাজী মো. আবুল কালামকে দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের অবসরে রাজকীয় বিদায় জানানো হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার মানুষ ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও নানা উপহার দিয়ে তাঁকে বিদায় জানান।

প্রিয় শিক্ষককে ঘিরে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। কেউ স্মৃতিচারণ করেন, কেউ আবার সেলফি তুলে ধরে রাখেন জীবনের বিশেষ মুহূর্ত। দিনব্যাপী আয়োজনে শেষে তাঁকে ফুলের মালায় সিক্ত করে ঘোড়ার গাড়িতে চড়ে কয়েক কিলোমিটার দূরের বাড়ি পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় এলাকাবাসীও ভালোবাসায় ভাসিয়ে দেন তাঁকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাফেজ মাওলানা কাজী আবুল কালাম শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে পথপ্রদর্শক, অভিভাবক ও প্রেরণার উৎস। চার দশকেরও বেশি সময় নিষ্ঠা, সততা ও মমতায় তিনি শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করেছেন।

কান্নাজড়িত কণ্ঠে আবেগাপ্লুত হয়ে বিদায়ী শিক্ষক বলেন, “মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে গ্রামের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াতে শিক্ষকতা শুরু করি। টানা ৪১ বছর এ মাদ্রাসায় শিক্ষকতা করেছি। আজকের এ ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মো. আব্দুল হান্নান। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা মো. ওসমান গণি, নুর মুহাম্মদ, হাজী মো. ইউনুছ, লুৎফর এনাম চৌধুরী, মো. নাছির, আবু ছৈয়দ সাওদাগর, মো. সামশুল আলম প্রমুখ।


Related posts

রাঙ্গুনিয়ায় বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Chatgarsangbad.net

করোনা ভাইরাসের সংক্রমণ কমেছে চট্টগ্রামে

Chatgarsangbad.net

দোহাজারী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম সুমনের সমর্থনে উঠান বৈঠক

Chatgarsangbad.net

Leave a Comment