আজ ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দোহাজারী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম সুমনের সমর্থনে উঠান বৈঠক


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য দোহাজারী পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে ‘ব্লাকবোর্ড’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দোহাজারী ইউপির সর্বশেষ নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে জয় বঞ্চিত হওয়া ইউপি সদস্য প্রার্থী সৎ, নির্ভীক ও কঠোর পরিশ্রমী নিরলস সমাজসেবক আবু ছৈয়দ সুমন প্রকাশ সাইফুল ইসলাম সুমন। তাঁর সমর্থনে মঙ্গলবার (১২ জুলাই) রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ কিল্লাপাড়া এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দোহাজারী কিল্লাপাড়া সমাজ উন্নয়ন কমিটির অন্যতম সর্দার আব্দুল মতলব সওদাগরের সভাপতিত্বে যুবলীগ নেতা এম জসিম উদ্দিন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন- পৌরসভা আ.লীগ নেতা এরশাদুর রহমান সুমন, খানহাট ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন, সিরাজুল ইসলাম মুন্সি, জাফর আহমদ, দোহাজারী কিল্লাপাড়া সমাজ উন্নয়ন কমিটির অন্যতম সর্দার আবু তাহের কোম্পানি, আকতার হোসেন, যুবনেতা মোহাম্মদ হাছান প্রমূখ।

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘ব্লাকবোর্ড’ মার্কায় ভোট প্রার্থনা করে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম সুমন বলেন, “২০১১ সালের ২৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে ইউপি সদস্য পদে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের ভালোবাসায় সিক্ত হলেও সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলাম।

এরপর থেকে গত দীর্ঘ ১২ বছর জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছি। নৈতিকতা ও আদর্শ নিয়ে জনসেবা ভিত্তিক একটি মডেল ওয়ার্ড গঠনে কাজ করাই আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের পরামর্শক্রমে ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি ন্যায় বিচার ও সামাজিক মূল্যবোধ তৈরি করতে আন্তরিক প্রচেষ্টা চালাবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর