হাসিনাসহ সকল হত্যাকারীদের ফাঁসি’র দাবিতে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ


চন্দনাইশ প্রতিনিধিঃ ‘চব্বিশের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে মুক্তিকামী ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী শেখ হাসিনাসহ সকল হত্যাকারীদের ফাঁসি’র দাবিতে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সেখান থেকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চন্দনাইশ উপজেলার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এসময় ছাত্র-প্রতিনিধি ও জুলাই যোদ্ধা মোঃ ইরফান উদ্দীন, আশরাফুল ইসলাম সোহেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধি এহসানুল হক লাবিব, আহত শিক্ষার্থী ফাহিম, এছাড়াও সাইমন, আবির, সাহিল, জয়নাল, রাইয়ান, ইয়াস, রফিক, রাহাত, আদনান, তানভীর, মারুফ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।


Related posts

মাওলানা কুতুব উদ্দীন বরমা মাদরাসার সভাপতি মনোনীত

Chatgarsangbad.net

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সুযোগ দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

Chatgarsangbad.net

বাইকে পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, সাংবাদিক আটক

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment