আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাইকে পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, সাংবাদিক আটক


নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে ২ হাজার ৪ শত পিস ইয়াবাসহ টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার নুরুল আলম মুজাহিদ নামের এক ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত নুরুল আলম মুজাহিদ হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র। ধৃত আসামি নিজেকে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পুঁইছড়ি ইউনিয়ন ১ নাম্বার ওয়ার্ডের ফুট কালী ব্রিজের দক্ষিণ জন্নাত এগো ফার্মের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এ আসামিকে গ্রেফতার করা হয়।

এ সময় ধৃত আসামির হেফাজত থেকে ২ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার নুরুল আলম মুজাহিদ নামের এক সাংবাদিককে দুই হাজার ৪শত পিস ইয়াবাসহ আটক করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর