চট্টগ্রামটপ নিউজমহানগর

লালখান বাজারে হাইওয়ে সুইটসের মিষ্টিতে তেলাপোকা, জরিমানা দেড় লাখ


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় নামকরা প্রতিষ্ঠান হাইওয়ে সুইটসের মিষ্টির শিরার মধ্যে পড়েছিল অসংখ্য মরা তেলাপোকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরির অপরাধে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, হাইওয়ে সুইটস নামক প্রতিষ্ঠানে মিষ্টির শিরার মধ্যে ছোট-বড় বিভিন্ন ধরনের তেলাপোকা মরে পড়ে থাকা ও অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার কারণে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া পণ্যের মোড়ক বিধি লঙ্ঘণ করায় মুক্তি ফার্মেসিকে দশ হাজার টাকা, মেয়াদিবিহীন খাদ্য দ্রব্য বিক্রি করায় ওরেগানো মোনাফা ভান্ডারী মার্কেট নামক একটি দোকানকে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে প্রক্রিয়াকরণের জন্য নিউ প্রিন্স হোটেলেকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 


Related posts

বোয়ালখালীতে শেষ মুহুর্তে প্রার্থীদের প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকা

Chatgarsangbad.net

মিয়ানমার থেকে পালিয়ে ঘুমধুম সীমান্ত দিয়ে ৫৬ চাকমা-বড়ুয়ার অনুপ্রবেশ!

Chatgarsangbad.net

আখতার-হাসনাত-সারজিস-নাসীরের আসনে বিএনপির প্রার্থী যারা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment