মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু


নিউজ ডেস্ক: মীরসরাইয়ে সড়ক পারাপারের সময় কার্ভাডভ্যানের নিচে চাপা পড়ে শাহীন বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমরআলী সড়কের মাথায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন বেগম চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পালিসাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে- নিহত শাহীন বেগমের স্বামী মীরসরাই উপজেলার বড় দারোগাহাট এলাকার একটি ইট ভাটায় কাজ করেন। কাজের সূত্রে শাহীন আক্তার সপরিবারে বসবাস করেন এখানে। মঙ্গলবার সকালে পারিবারিক কাজে বের হয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান শাহীন বেগমকে চাপা দিলে সড়কে থেঁতলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

এ সময় চালকও নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটিকে সড়কের বাইরে কৃষি জমিতে নামিয়ে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় শাহীন বেগমের লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করেন কুমিরা হাইওয়ে থানা পুলিশ।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বড় দারোগাহাট বাজারের উত্তর পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, কাভার্ডভ্যানের চাপায় ওই নারীর দেহ ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে নিহত নারীর লাশ তার স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহযোগী পলাতক। গাড়িটি জব্দ করে হেফাজতে নিয়েছি আমরা।


Related posts

চন্দনাইশে রাস্তা পার হতে গিয়ে পথচারীর মৃত্যু

Mohammad Mustafa Kamal Nejami

গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫

Mohammad Mustafa Kamal Nejami

সাতকানিয়ায় তাপদাহের মাঝে লোডশেডিংয়ে অসহনীয় জনভোগান্তি

Chatgarsangbad.net

Leave a Comment