আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় কার্গোবোটসহ ৭ জন পাচারকারী আটক


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মিয়ানমারগামী কার্গোবোটসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় প্রায় ৫১ লাখ টাকার খাদ্যসামগ্রী, বস্ত্র ও পাচারকাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে পতেঙ্গা থানাধীন কয়লা ডিপো পুলিশ ফাঁড়ি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা, ৪৮০ পিস লুঙ্গি ও ৪০০ পিস শাড়ি।

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। আটক সাত পাচারকারীসহ জব্দকৃত বোট ও মালামাল আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত ও সামাজিক অস্থিরতা সৃষ্টিকারী চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্ট গার্ড সবসময় সচেষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর