বাছাইকৃত খবররাজনীতি

দুপুরে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন


নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানীর গুলশানে।

সোমবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে শুরু হয়ে বৈঠকটি চলে দিনগত রাত ১টা পর্যন্ত। এ সময় দলের নীতিনির্ধারণী ও কৌশলগত নানা বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেটি নিয়েই আজ জরুরি সংবাদ সম্মেলনের আহবান করেছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থী বাছাইয়ের কৌশল, জোট রাজনীতি এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ভার্চুয়ালি), মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিনা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ নিয়ে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, স্থায়ী কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের সংবাদ সম্মেলনে সেসব বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দলীয় নেতারা ইঙ্গিত দিয়েছেন, মঙ্গলবারের সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা থাকতে পারে। ধারণা করা হচ্ছে, নির্বাচনী প্রক্রিয়া, মাঠ পর্যায়ের পুনর্গঠন, প্রার্থী বাছাইয়ের অগ্রগতি এবং জোট রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বিএনপি নতুন দিকনির্দেশনা দিতে পারে।


Related posts

ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে আরো শক্তভাবে মাঠে নামতে চায় বিএনপি

Chatgarsangbad.net

দেশবিরোধী অপপ্রচারকারীদের উচিৎ জবাব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Chatgarsangbad.net

চট্টগ্রাম-১২ আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ও ক্যাম্প ভাঙচুর

Chatgarsangbad.net

Leave a Comment