তারেক রহমান-সালাহউদ্দিনসহ জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের


শেফাইল উদ্দিন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, দেশের জাতীয়তাবাদী রাজনীতির প্রাণপুরুষ ও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষকদল, তাঁতী দল, ওলামা দল, মহিলা দল, জাসাসসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। একই সাথে তিনি মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করেন।

তিনি এক বিবৃতিতে বলেন, আগামী দিনের অহংকার, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, এই যুগের গুণী রাজনীতিবিদ সালাহউদ্দিন আহমদের হাত ধরে দেশের জাতীয়তাবাদী রাজনীতি এগিয়ে যাবে। আমরা হবো তাঁদের সারথী। তারাই এই দেশকে এগিয়ে নেবেন যোগ্য হাতে।

তিনি বলেন, বিএনপির রাজনীতির এই দুই নক্ষত্র আগামী দিনে দেশ ও দল গঠনে যে সিদ্ধান্ত নেবেন, কক্সবাজার জেলা বিএনপি ও আমরা সেই সিদ্ধান্তে এক হয়ে কাজ করবো।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, কক্সবাজারে বিএনপির রাজনীতিতে আমি কখনো অনৈক্য চাইনি। ভবিষ্যতেও আমরা সবাই মিলে বিএনপিকে এগিয়ে নিতে চাই। কোনো বিরোধ, কোনো ভেদাভেদ আমি চাই না। সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।

তিনি বলেন, আমি ভালোবাসার রাজনীতি শিখেছি আমার বাবা মৌলভী ফরিদ আহমেদের কাছে, মানুষকে বুকে টেনে নেয়ার রাজনীতি শিখেছি আমার ভাই অ্যাডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের কাছে। আর সম্প্রীতির রাজনীতি শিখেছি আমার রাজনৈতিক গুরু সালাহউদ্দিন আহমদের কাছে। আমার রাজনীতির পুরোটাজুড়ে মানুষের ভালোবাসা। সেই ভালোবাসা নিয়ে কক্সবাজারে বিএনপির রাজনীতিকে এগিয়ে নেবো।

তিনি পুরো জেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, যারা অতীতে আমাকে আন্তরিক সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা চাই।


Related posts

মাদক মামলায় সাতকানিয়ায় মাহবুবুলকে জেলে থাকতে হবে ১৪ বছর

Shahidul Islam

চেকের মামলার রায় শুনে আদালত থেকে পালালেন আসামি

Chatgarsangbad.net

চন্দনাইশে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment