আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


মুহাম্মদ আরফাত হোসেন:

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে কোনরকম অনাবাদী জমি থাকতে পারবে না। এজন্য সকল স্তরের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চারিপাশে সবজি চাষ করে যে উদাহরণ সৃষ্টি করেছেন তা আমাদের সকলের শিক্ষণীয়। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার হিসেবে প্রতি মৌসুমে বিনামূল্যে সার, বীজসহ প্রণোদনা দিয়ে আসছে। পাশাপাশি কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষিকে এগিয়ে নিয়ে দেশকে খাদ্য স্বয়ংসম্পন্ন করেছে। বাংলাদেশ এখন খাদ্য স্বয়ংসম্পন্ন দেশের মধ্যে অন্যতম। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছে দেশের উৎপাদিত অনেক পণ্য। ২৯ মার্চ সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আউশ প্রণোদনার অংশ হিসেবে ২ সহস্রাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণকালে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার। এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ উফসী বীজ, ১০ কেজি ডিএসপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ২ সহস্রাধিক কৃষকদের মাঝে এ বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার। এর পূর্বে তিনি উপজেলা পরিষদের সমন্বয় সভা ও আইন-শূঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন। এসকল সভায় তিনি পাহাড়ী সন্ত্রাসীদের উপদ্রব বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা আংতকে কাটছে। এ ব্যাপারে তিনি যথাযথ কর্তৃপক্ষ তথা প্রশাসনিক দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিদের সু-দৃষ্টি কামনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর