কক্সবাজারচট্টগ্রামটপ নিউজ

টেকনাফে মৎস্যঘের থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মৎস্যঘের থেকে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ উপজেলার আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য ইউনুস সিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইউনুস সিকদার উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলীপাড়া এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে এবং সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৮টায় হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার আনোয়ারের মৎস্যঘেরে তার মরদেহটি পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সকালে মৎস্যঘেরে একটি মরদেহ দেখতে পান পথচারীরা। পরে স্থানীয়রা তার মরদেহ শনাক্ত করে। মরদেহের গায়ে কোন শার্ট ছিল না। তবে পরনে প্যান্ট ছিলো। এছাড়া শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কি-না সেটিও দেখা যাচ্ছে না।

জানা গেছে, ইউনুস দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। সর্বশেষ টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে তোলপাড় চলছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নাহার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


Related posts

ফটিকছড়ি নানুপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Shahidul Islam

ঘুমধুম সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি

Saddam Hossain

Leave a Comment