আজ ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ সাতবাড়িয়া বাগ এ গণী ভাণ্ডারে বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে শাহছুফি মো. নুরুন্নবী শাহ্ (রহ:) এর বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে সাতবাড়িয়া মুন্সিভিটা বাগ-এ-গণী ভাণ্ডারে অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর (সোমবার) বাগ-এ-গণী ভাণ্ডার দরবারে সকাল থেকে রাত ব্যাপী কুরআন খতম, মোশায়েরা মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ কিয়াম, ছামা জিকির ও তবারুক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। উক্ত ওরশ শরীফে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আমিন মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ্ ছুফি সৈয়দ আসিফ নঈম উদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী (ম.)।

বিশেষ অতিথি ছিলেন সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহছুফি ডা. সৈয়দ শফিউল আনোয়ার (ম.), গাউছিয়া মাবুদ মঞ্জিলের শাজ্জাদানশীন শাহছুফি মুফতি সৈয়দ আশেকুর রহমান (ম.) , গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা সৈয়দ মিনহাজুর রহমান (ম.), মাওলানা আবদুর রশিদ শাহ (র:) ওয়াকফ স্টেইট মোতাওয়াল্লী শাহজাদা কাজী মো. রাশেদুল ইসলাম। গণী ভাণ্ডারের আওলাদ মো. দিদারুল হক দস্তগীর‘র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আরবী প্রভাষক মাওলানা রমিজ আহমদ ছমদি (ম.), মাওলানা সাইফুল্লাহ, উপস্থিত ছিলেন জাফরাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আবুল কাসেম সিদ্দিকী, এড. মহিউদ্দিন, গণী ভাণ্ডারের আওলাদ সাংবাদিক মো. ফায়জুল হক দস্তগীর ও মো. আজিমুশ শানুল হক দস্তগীর, সাংবাদিক যথাক্রমে শাহাদত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, শহীদুল ইসলাম, ফয়সাল সিদ্দিকি ইমন।

আমরা সুন্নি, আমরা মাইজভান্ডারী সংগঠনের সদস্য যথাক্রমে মো. ফিরোজ, খোরশেদুল আলম, মো. ইউসুফ, মো. সাইফুল ইসলাম, মো. ফোরকান, জাবেদ, হ্নদয়, তাহসান, ওয়াহিদ, সেমা ও কাওয়ালি গান পরিবেশন করেন মো. আরমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর