চন্দনাইশে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি স্কেভেটর ও ৩টি ড্রাম ট্রাক বিকল


চন্দনাইশ প্রতিনিধিঃ

স্থানীয় জনগণের অভিযোগে ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশে জোয়ারা ইউনিয়নে সিপাহী পুকুর পাড় সংলগ্ন অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে গোপন সংবাদে ভিত্তিতে সোমবার (৩ মার্চ) সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বি এর নেতৃত্বে একদল সেনাবাহিনী। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি। এসময় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে ১টি স্কেভেটর ও ৩টি ড্রাম ট্রাক স্থানীয়দের সহযোগিতায় বিকল করে দেওয়া হয়েছে।

সোমবার (৩ মার্চ) সাড়ে ৯টার দিকে চন্দনাইশ উপজেলার ২নং জোয়ারা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে সিপাহী পুকুর পাড়ের উত্তর পাশে সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 


Related posts

চট্টগ্রামে সমবেত প্রার্থনায় চলছে বড়দিন উদযাপন

Chatgarsangbad.net

মির্জাখীল দরবার শরীফের পীর নূর মিয়ার চেহলাম শরীফ অনুষ্ঠিত

Chatgarsangbad.net

অনুমোদনহীন শিশু খাদ্যসহ বেআইনি পণ্য বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

Chatgarsangbad.net

Leave a Comment