আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জিইসি’র লাজ ফার্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অনুমোদনহীন শিশু খাদ্যসহ বেআইনি পণ্য বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা


চট্টগ্রামের জিইসি মোড়ে লাজফার্মা’র একটি আউটলেটে অভিযান চালিয়ে অনিবন্ধিত ওষুধ, অনুমোদনহীন শিশু খাদ্য এবং ভেজাল প্রসাধনী পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। এতে ওষুধ প্রশাসন অধিদফতর ও বিএসটিআই সহযোগিতা করে।

জানা গেছে, অভিযানে লাজ ফার্মা থেকে বিপুল পরিমাণ অনিবন্ধিত বিদেশী ওষুধ, অনুমোদিত বিদেশী চকলেট ও বিদেশী প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়াও কোন রেজিস্টার্ড ফার্মাসিস্টের উপস্থিতি ছাড়াই ওষুধ বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এসময় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওষুধ আইন, ১৯৪০ অনুযায়ী ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে যে বা যারা এভাবে বিদেশী প্রসাধনী সামগ্রী, শিশুখাদ্য ও ঔষধ আমদানি বা বিক্রি করে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এরূপ অভিযান চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর