চট্টগ্রামে মানিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


নিউজ ডেস্ক: চট্টগ্রাম আনোয়ারা উপজেলা চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার প্রধান আসামি মো.রাসেলকে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রাসেল (৩৬) আনোয়ারার পূর্ব কন্যারা এলাকার মৃত আবু নাছের কন্ট্রাক্টরের ছেলে।

র‌্যাব-৭ জানিয়েছে, নিহত মো.মানিক আনোয়ারার ভিংরোল এলাকার বাসিন্দা। পূর্ব থেকে মো. রাসেল ও সেলিমের সঙ্গে মানিকের পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই প্রেক্ষিতে গত ১৭ মার্চ রাসেল পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে মানিককে পরৈকোড়া এলাকায় নিয়ে যায়। সেখানে রাসেল ও তার সহযোগীদের সাথে মানিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল ও তার সহযোগীরা দেশিয় আগ্নেয়াস্ত্র, কিরিচ, চাপাতি, লোহার রড দিয়ে মানিককে পিটিয়ে ও কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মানিকের চিৎকারে স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার বড় ভাই মোহাম্মদ বাবু প্রকাশ বাবুল বাদী হয়ে আনোয়ারা থানায় ২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মানিক হত্যা মামলার প্রধান আসামি মো.রাসেল নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে বালুছড়া কুলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


Related posts

উখিয়ায় ফোর মার্ডার: মামলায় বাবুল’রা ৪ সহোদর গ্রেফতার!

Mohammad Mustafa Kamal Nejami

পতেঙ্গায় লোকনাথ ব্রাক্ষচারীর ১৩৩ তম তিরোধান উপলক্ষে আলোচনা সভা

Chatgarsangbad.net

আদালত প্রাঙ্গণে আইনজীবীর হামলায় আহত সাংবাদিক

Chatgarsangbad.net

Leave a Comment