চট্টগ্রামবাছাইকৃত খবরমহানগর

চট্টগ্রামে বার্মা সাইফুলের সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার


নিউজ ডেস্ক: পাঁচলাইশ থানা এলাকা থেকে বার্মা সাইফুলের সহযোগী মো. ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ৫টায় পশ্চিম ষোলশহর এলাকা থেকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পশ্চিম ষোলশহর এলাকার খ্রিস্টান কবরস্থানের পাশে নিজ বাসা থেকে বার্মা সাইফুলের সহযোগী ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে পাঁচলাইশ এলাকায় ভূমিদখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং নানা অপরাধমূলক কার্যক্রমের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ২টি বিস্ফোরক মামলাসহ মোট ৫টি মামলা এবং ৪টি জিডি রয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় রাঙ্গুনিয়া উপজেলার বালুর ঘাটা এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রটিও সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Related posts

ভালো মানুষদেরকে দুষ্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে: বীর বাহাদুর

Chatgarsangbad.net

চন্দনাইশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন চসিক মেয়র শাহাদাত

Chatgarsangbad.net

অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় আওয়ামী দোসরদের উপস্থিতির সংবাদে প্রতিবাদ

Chatgarsangbad.net

Leave a Comment