চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

গ্রামআদালত সক্রিয়করণে চন্দনাইশে অনুষ্ঠিত হল ইউপি সদস্যদের প্রশিক্ষণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশে অনুষ্ঠিত হল গ্রামআদালত সক্রিয়করণে ইউপি সদস্যদের দুইদিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। উপজেলা পরিষদ মিলনায়তনে ১৯-২০ নভেম্বর বুধবার ও বৃহষ্পতিবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্প। গ্রামআদালত কার্যক্রমকে গতিশীল, যথাযথভাবে গ্রামআদালত পরিচালনা ও গ্রামআদালত বিষয়ে দক্ষতা বৃদ্ধির নিমিত্তে ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত সদস্যদের অংশগ্রহণে দুইদিন ব্যাপী অনাবাসিক প্রশিক্ষণ সম্পন্ন হয়।

ইউএনও প্রশিক্ষণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিয়মিত উপস্থিত সদস্য-প্যানেল সদস্য এর অংশগ্রহণ নিশ্চিত করেন। এতে চন্দনাইশ উপজেলার বরমা, বরকল, সাতবাড়িয়া ও হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা অংশগ্রহণ করেন।

দুই দিনের এ প্রশিক্ষণে উদ্বোধক ও প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন। দ্বিতীয় দিনে রিসোর্স পারসন ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম. সালেহ উদ্দিন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া।

এছাড়াও ২দিনেই ফ্যাসিলিটেটর (প্রশিক্ষক) ছিলেন গ্রামআদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. জানে আলম। প্রশিক্ষণ তত্বাবধান করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মেরী চৌধুরী।


Related posts

বোয়ালখালীতে ভ্রাম্যমান আদালতের সীলগালাসহ অর্থদণ্ড আদায়

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে বিশেষ চাহিদা সম্পন্ন ৪৩জন শিশু শিক্ষার্থী পেলো অ্যসিসটিভ ডিভাইস

Chatgarsangbad.net

বিনামূল্যে চোখের চিকিৎসা: হেলথ ক্যাম্পের প্রস্তুতি নিচ্ছে ফেইথ

Chatgarsangbad.net

Leave a Comment