গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল রহমান আটক


মোঃ ইনামুল হক, রংপুর

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলায় গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম লেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) সকালে গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল এমরান। রংপুর নগরীর সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলার ৪৪ নম্বর আসামি মাজহারুল ইসলাম লেবু।

নিহতের পারিবারিক ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকেলে রংপুর সিটি বাজার কাঁচামাল আড়তে সবজি কিনতে আসেন সাজ্জাদ হোসেন। দুপুরের পরেই বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে তিনি আন্দোলনকারীদের পানি ও রুটি দিতে এগিয়ে আসলে বিকেলের দিকে পুলিশ তাকে গুলি করে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে ৫৭ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় শেখ রেহেনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে।


Related posts

দেশের সব অবৈধ ব্রিকফিল্ড বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত

Chatgarsangbad.net

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Mohammad Mustafa Kamal Nejami

চুনতির সীরাতুন্নবী (স.) মাহফিল শাহ সাহেবের অমর কীর্তি : ড. আবু রেজা নদভী

Chatgarsangbad.net

Leave a Comment