খাগড়াছড়ির তিন সড়কে আধাবেলা অবরোধ চলছে


নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের ডাকে আধাবেলা সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে দুরপাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

সড়ক পরিবহনের মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রোকনুদ্দিন জানিয়েছেন, ঢাকা থেকে নাইটকোচগুলো নিরাপত্তা বাহিনীর সহায়তায় যথাসময়ে খাগড়াছড়ি এসে পৌঁছে। অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুড়ি পুড়িয়েছে অবরোধকারীরা।

এছাড়া কয়েকটি সড়কে গাছের গুড়ি ফেলেছে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। শহরে ছোটখাটো যানবাহনগুলো চলাচল করছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রতীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসন নিরাপত্তা ব্যবস্থার জোরদার করেছে।

গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় ছয় জন সন্ত্রাসী মানিকছড়ির তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করার অভিযোগ এনে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। ইউডিপিএফ সমর্থিত পিসিপি, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি।

 


Related posts

টেকনাফ জলসীমা অতিক্রম করে এপারে ঢুকলো ৩৪ রোহিঙ্গা

Chatgarsangbad.net

একসঙ্গে ২ চাকরিই করবেন সেই শরীফ!

Chatgarsangbad.net

বরকলে হযরত মামুন খলিফা (রহঃ) মহিলা জামে মসজিদের উদ্বোধন

Chatgarsangbad.net

Leave a Comment