চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানা

উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি মীর মোদাদচ্ছের

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানা পরিদর্শন করেছেন ঢাকাস্থ হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টারের(পুর্ব বিভাগ)অতিরিক্ত ডিআইজি মীর মোদাদচ্ছের।

৯ অক্টোবর (বুধবার)দিনের বেলা ১২ টার দিকে তিনি এই পরিদর্শনে আসেন। তাহার আগমনে শাহপুরী হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে ইনচার্জ মোস্তফা কামালের সৌজন্যতায় ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

এ সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদাদচ্ছের কক্সবাজারের শাহপুরী হাইওয়ে থানা  প্রশাসনিক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন। আগামীর কার্যক্রম আরো বেগবান, গতিশীলতা ও শৃংখলা উন্নয়নে সড়কে দুর্ঘটনা রোধ,মাদক নির্মুল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যাপক ভুমিকার রাখার জন্য দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন। তিনি উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার নির্মিত মসজিদটিও দেখেন এবং সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এরপর তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন।

তাহার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ সরদার। এ সময় শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ মোস্তফা কামাল ও এএসআই সবুর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শ.ম.গফুর (উখিয়া) কক্সবাজার প্রতিনিধি


Related posts

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রলীগের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চসিকের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে দক্ষিণ সুদানের প্রতিনিধিদল

Chatgarsangbad.net

বান্দরবানে যৌথ অভিযানের নামে গণগ্রেফতার বন্ধ করার দাবিতে চবিতে মানববন্ধন

Chatgarsangbad.net

Leave a Comment