ইসরায়েলে ২০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান, ২২টি অঞ্চলে আঘাত


আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল-ইরান সংঘাতে নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে তেল আবিব। দেশটির সরকার জানায়, ইসরায়েলি ভূখণ্ডের ২২টি এলাকায় আঘাত এনেছে ইরানের মিসাইল ও ড্রোন। এতে অন্তত ১৩ জন মারা গেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৮০ জন ইসরায়েলি হামরায় আহত হয়েছে। তাদের দাবি, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।

আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

গত শুক্রবার ইসরাইল ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায়। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে। জবাবে ইরানও ড্রোন ও মিসাইল হামলা চালায়, এতে বেশ কয়েকজন হতাহতের খবর মেলে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


Related posts

আন্দরকিল্লায় নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন মেয়র

Chatgarsangbad.net

আজ থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা

Chatgarsangbad.net

চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

Chatgarsangbad.net

Leave a Comment