আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরায়েলে ২০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান, ২২টি অঞ্চলে আঘাত


আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল-ইরান সংঘাতে নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে তেল আবিব। দেশটির সরকার জানায়, ইসরায়েলি ভূখণ্ডের ২২টি এলাকায় আঘাত এনেছে ইরানের মিসাইল ও ড্রোন। এতে অন্তত ১৩ জন মারা গেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৮০ জন ইসরায়েলি হামরায় আহত হয়েছে। তাদের দাবি, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।

আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

গত শুক্রবার ইসরাইল ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায়। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে। জবাবে ইরানও ড্রোন ও মিসাইল হামলা চালায়, এতে বেশ কয়েকজন হতাহতের খবর মেলে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর