ইরানে সন্ত্রাসী হামলায় নিহত ১৫, আহত ৪০


ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ নগরীতে একটি শিয়া মুসলিম মাজারে বুধবার সশস্ত্র ‘সন্ত্রাসী’ হামলায় নিহত কমপক্ষে ১৫ জন এবং আরো ৪০ জনের বেশি আহত হয়েছেন। এদিকে ইসলামিক স্ট্রেট গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি, সিএনএন’র।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, শিরাজ নগরীর শাহ চেরাঘ দরগাহে মাগরিবের নামাজের সময় এ সশস্ত্র ‘সন্ত্রাসী’ হামলা চালানো হয়। খবরে কমপক্ষে ১৯ জনের আহত হওয়ার কথা বলা হয়।

এর আগের খবরে সেখানে হামলায় ১৩ জন নিহত ও ৪০ আহত হওয়ার কথা জানানো হয়েছিল। সংবাদ সংস্থা ফার্স জানায়, নিহতদের মধ্যে অন্তত এক নারী ও দুই শিশু রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম পরিবেশিত প্রাথমিক খবরে বলা হয়, তিন হামলাকারী ভয়াবহ এ হামলা চালায় এবং এদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে স্থানীয় এক কর্মকর্তা কেবলমাত্র একজন এ হামলায় জড়িত থাকার কথা জানান।

স্থানীয় বিচার বিভাগের প্রধান কাজিম মুসাভি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘মাত্র একজন সন্ত্রাসী এই হামলায় জড়িত ছিল। টেলিভিশনটি জানায়, এ ঘটনায় ‘তাকফিরি গ্রুপের সাথে সম্পৃক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।’


Related posts

ইসরাইল বাহিনীর গুলিতে ফিলিস্তিনে নিহত ১

Chatgarsangbad.net

বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয়ে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ

Chatgarsangbad.net

রাঙ্গুনিয়ায় রাতের অন্ধকারে কৃষকের সবজি ক্ষেত কেটে সাবাড়!

Chatgarsangbad.net

Leave a Comment