চট্টগ্রামটপ নিউজমহানগর

হালিশহরে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকবর ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান আছে। তিনি স্ক্র্যাপের দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির অদূরে মোটরসাইকেলে আসা ৪-৫ জন সন্ত্রাসী আকবরকে অতর্কিত ঘিরে ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।


Related posts

পাল্টে গেল কক্সবাজার জেলা কারাগারের চিত্র

Md Maruf

স্বাধীনতা ‍দিবস উপলক্ষে দোহাজারী পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

Chatgarsangbad.net

সাজ্জাদ হত্যার পরিকল্পনাকারী দেলোয়ার হোসেন মিন্টু কর্তৃক সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে দোহাজারীতে মানববন্ধন

Shahidul Islam

Leave a Comment