সীতাকুণ্ডে গাড়ির পেছনে পিক-আপের ধাক্কায় নিহত, আহত ১


সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে চলন্ত গাড়ির পেছনে পিক-আপ ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন। আহত হয়েছে চালকের সহকারী।

নিহত মোহাম্মদ মিজানুর রহমান (৩৯)। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদিরপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার নতুন বাড়ির মফিজুর রহমানের ছেলে। আহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর চারটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ারস্থ শেয়ারীপুল এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।

জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমূখী চলন্ত একটি গাড়ির পেছনে পিক-আপ ভ্যান (চট্ট মেট্রো-ন-১৯-৯২০৬) ধাক্কা দিলে ঘটনাস্থলে পিক-আপ চালক নিহত হন। এ ঘটনায় আরো একজন আহত হন। এসময় সামনে থাকা গাড়িটি দ্রুত পালিয়ে যায়।

বার আউলিয়ার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিক-আপ ভ্যান আরেকটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিক-আপের চালাক ও হেলপার গাড়িতে আটকা পড়ে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে উদ্ধার করি। চালক ঘটনাস্থলে মারা যান। আহত ও নিহত ব্যক্তিদের চমেক হাসপাতালে প্রেরণ করি।

 


Related posts

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি মোবারক গ্রেপ্তার

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে শনিবার সুন্নী তাফসীরুল কুরআন মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত্ব তাহেরী

Chatgarsangbad.net

আইআইইউসি’র ইংরেজি মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment