সিলেটে ঘুরছিল রোহিঙ্গা যুবক!অত:পর কুতুপালং ক্যাম্পে


ভ্রাম্যমাণ প্রতিবেদক:

চাকরির খোঁজে দেশের বিভিন্ন প্রান্ত বেরিয়ে পৌছে সিলেটে।সেখানে ঘুরছিল এক রোহিঙ্গা যুবক। পরে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঝিঙ্গালাবাড়ী এলাকা থেকে তাকে আটক করেছে বিজিবি। রোববার (২০ অক্টোবর) আটক ব্যক্তিকে সিলেট থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

আটক ওই রোহিঙ্গার নাম মো. আনিসুর রহমান (৪৮)। তিনি মায়ানমারের মংডু জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।বিজিবি জানায়, শনিবার (১৯ অক্টোবর) রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিজিবি ক্যাম্পের পাশের ঝিঙ্গালাবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন মো. আনিসুর রহমানকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন। ৭ বছর আগে মায়ানমার থেকে সে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এরপর সে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। ভালো চাকরির সন্ধানে সে সম্প্রতি সিলেট আসেন। পরে বিজিবি আটক আনিসুর রহমানকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করেন।জৈন্তাপুর মডেল থানার ওসি জানান, আটক আনিসুরকে রোববার পুলিশ হেফাজতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।


Related posts

চন্দনাইশ সাতবাড়িয়া বাগ এ গণী ভাণ্ডারে বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে ৫২ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

Chatgarsangbad.net

সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের পীর সাহেব মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ শাহ্ প্রকাশ নূর মিয়া ইন্তেকাল

Chatgarsangbad.net

Leave a Comment