আজ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১৬ রানে হেরেছিল বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই লিটন দাসের দলের সামনে।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শাই হোপ ও রোভম্যান পাওয়েলের জুটিতে ১৬৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ক্যারিবীয়রা। জবাবে ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

লিটন দাস বলেন, শেষ ওভার ছাড়া আমরা আসলে ভালো বোলিং করেছি। এখন ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ জানিয়েছেন, পরিকল্পনাগুলো কাজে লাগায় ছেলেরা প্রশংসার যোগ্য।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর