সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চন্দনাইশে সাংবাদিকদের মানববন্ধন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনে পাথর দিয়ে থেতলে দেওয়ার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে চন্দনাইশ উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চন্দনাইশ পৌরএলাকার পুরাতন কলেজ গেইট চত্বরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ৯ আগস্ট শনিবার সকালে তিন ঘন্টাব্যাপী এই কর্মসূচী চলে।

প্রবীণ সাংবাদিক মাস্টার নুরুল আলম বিএসসির সভাপতিত্বে ও বিজয় টিভি প্রতিনিধি সাংবাদিক জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আলহাজ্ব মাওলানা মোজাহেরুল কাদের, আবিদুর রহমান বাবুল, সৈয়দ শিবলী ছাদেক কফিল, আবু তোরাব চৌধুরী, এস এম মহিউদ্দিন, মোহাম্মদ কমরুদ্দিন, মোহাম্মদ জাহেদ হোসাইন, মুহাম্মদ এরশাদ, খালেদ রায়হান, এসএম রাশেদ হাসান, শাহাদাত হোসেন, এমএ হামিদ, সৈকত দাশ ইমন, আমিনুল ইসলাম রুবেল, মো. নুরুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, এসএম ওমর ফারুক, হাজী শহিদুল ইসলাম, আমিন উল্লাহ্ টিপু, ফয়সাল চৌধুরী, হেলাল উদ্দিন নিরব, নজরুল ইসলাম, আরফাত হোসেন, মো. জিয়াউদ্দিন, রনি দেব, এমডি সাদেক, মোহাম্মদ তারেক, নয়ন দাশ, ইয়াছিনুল ইসলাম হৃদয় প্রমূখ।

পরে সাংবাদিক তুহিনের আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোজাহেরুল কাদের।

এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলায় জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন- খুনী ও অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাঁরা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের কর্মসূচি দেবে।


Related posts

আনোয়ারা ওষখাইন শাহ্ আলী রজা (রহ:)আলিম মাদ্রাসার সালনা জলসা কাল

Chatgarsangbad.net

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে ৪ দিন ধরে প্রায় দেড়শত পরিবার বিদ্যুৎ বঞ্চিত, ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment