উত্তর চট্টগ্রামসব খবর

সন্ত্রাসী শাহ আলম গ্রেপ্তার

রাউজানে পুকুর থেকে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী শাহ আলম গ্রেপ্তার

রাউজানে বিপুল পরিমাণ অস্ত্রসহ শাহ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর)  ভোর ৫টায় রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি শাহ আলমের কাছ থেকে চারটি এলজি, তিনটি কার্তুজ, একটি গুলির খোসা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তার বাড়ির পাশের পুকুরে একটি বিদেশী পিস্তল ফেলে দেয় ধৃত শাহ আলম। পরে তার দেওয়া তথ্যমতে পুকুর সেচ দিয়ে চুম্বকের সাহায্যে একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি এবং একটি রাইফেল উদ্ধার করা হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, শাহ আলম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৭-৮টি মামলা রয়েছে। এছাড়া দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। যেহেতু বিপুল পরিমাণ অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে সেহেতু তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


Related posts

রাঙ্গুনিয়ায় কাউখালি ভূমি অফিসে টাকা ছাড়া ফাইল নড়ে না

Chatgarsangbad.net

“নববাক” চবির কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন

Chatgarsangbad.net

রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment